খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আজিজুর শেখ (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আজিজুর শেখ লোহাগড়া থানার চোরখালি গ্রামের মোঃ আমির শেখের ছেলে।
পুলিশ জানায়, আজ ২৬ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে লোহাগড়া থানার জয়পুর এলাকার কিংকর বিশ্বাসের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ খবির হোসেন, এএসআই (নিঃ) মোঃ ছদরুল আলম ও এএসআই (নিঃ) মোঃ মিকাইল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আসামির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে।