মনির খান বিশেষ প্রতিনিধি।
লোহাগড়া উপজেলায় একজন অন্যতম নেতা আনিছুর রহমান (ধলু) শালনগর ইউনিয়নের বারবার নির্বাচিত মেম্বার তিনি!
গত ২০০১ সাল থেকে২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতা থাকা কালীন সময়ে মেম্বার আনিছুর রহমান (ধলু)শালনগর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন, এবং ওই সময় ধলু ইউনিয়ন পর্যায়ে বিএনপি দল কে পুঁজি করে সর্বোচ্চ সুবিধা ভোগ করেছিলেন।
পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ধলু রূপ বদলিয়ে আওয়ামী যুবলীগের ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি পদে যোগ দেন!
এমন করে তিনি দীর্ঘ ১৫ টি বছর আওয়ামী লীগের ছায়াতলে থেকে গা ভাসিয়ে সিয়রবর বাজার দখলে রেখে ২ হাত নাড়িয়ে টাকা কামিয়েছে। এ ছাড়া ও তিনি বিশেষ ক্ষমতা বলে শালনগর ইউনিয়নে বারবার মেম্বার ও নির্বাচিত হন।
গত কিছুদিন পূর্বে সোশ্যাল মিড়িয়ার মাধ্যমে মেম্বার ধলু কে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেখা যায়, তিনি আবারও রুপ বদলিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করতে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছেন তিনি!
এবং শালনগর ইউনিয়নের সিয়রবর বাজার এলাকায় নাচ গান এনে জুয়ার আসর বসিয়ে, ওখান থেকে মোটা অংকের টাকা ও নেওয়ার ঘটনায় তিনি মহানায়ক।