মনির খান বিশেষ প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার চর দৌলতপুর গ্ৰামের ফারুক মোল্লার মেয়ে ইতি বেগম (১৯) এর সাথে পারিবারিক ভাবে গত ১৮ মাস আগে বিবাহ হয়, উপজেলার জয়পুর ইউনিয়নের আস্তাইল গ্ৰামের ফুলু শেখের ছেলে রফিকুল শেখ( ২৫) এর সাথে। পারিবারিক ভাবে মেয়েটি সুখী হতে পারে নাই! তার কারন বিভিন্ন সময় রফিকুল শেখ যৌতুকের টাকার জন্য তার স্ত্রী ইতি বেগম কে বেধড়ক মারধর করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
এমন করে ইতি বেগম মারধর খেয়ে কোন রকম স্বামীর সংসার করে আসছে, এবং এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক ও হয়েছে। ইতি বেগম বর্তমান ৬ মাসের গর্ভবতী। গত ৮ ডিসেম্বর রবিবার ইতি বেগম তার স্বামী রফিকুল শেখের মোটরসাইকেল কেনার যৌতুকের টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে না পারায় ইতি বেগমের স্বামী রফিকুল শেখ, ননদ রিয়া ও শাশুড়ি মহরম মিলে ওই গর্ভবতী মহিলা ইতি বেগমের উপর অমানুষিক নির্যাতন চালিয়ে তার তলপেটে লাথি মেরে ৬ মাসের বাচ্চা মেরে ফেলেছে বলে জানা যায়! ইতি বেগমের গর্ভের বাচ্চা মৃত্যু হয়েছে ঘটনাটি হাসপাতাল সূত্রে জানা গেছে। ইতি বেগম বর্তমান লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
ইতি বেগম বলেন, আমি অনেক নির্যাতন সহ্য করে সংসার করে আসছি, কিন্তু আমার স্বামী যৌতুকের জন্য বারে বারে আমার উপর অমানুষিক নির্যাতন করেছে, আজ আমার পেটের বাচ্চাটা ও মেরে ফেলেছে , আমি প্রশাসনের কাছে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। উক্ত ঘটনা নিয়ে লোহাগড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন অভিযোগ পাইনাই, পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।