মনির খান স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সদস্য শেখ সদর উদ্দিন শামীমসহ অনান্য নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে লক্ষ্মীপাশা ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৪ জুন ২০২৪ তারিখ লোহাগড়া উপজেলার সর্বস্তরের জনগণের উপস্থিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপাশা ক্লাবের সদস্যগণ ও উপজেলা বাসী।
গত কয়েক মাস আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর এলাকার কচুবাড়িয়া গ্ৰামের মাংস ব্যবসায়ী হুমায়ূন ঠাকুর খুন হয়। উক্ত খুনের ঘটনায় পূর্বের রাজনৈতিক ও গ্রাম্য গোলন্দনে বিভিন্ন প্রকার নেতা কর্মীদের কে আসামী করে মামলা করা হয়েছে।
ওই মামলায় জেলা যুবলীগের সদস্য শেখ সদর উদ্দিন শামীম কে ও আসামি করা হয়েছে। এবং তারই প্রতিবাদে শেখ সদর উদ্দিন শামীম ও তার নেতা কর্মীদের কে নিঃশর্ত মুক্তির দাবিতে ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.