মনির খান স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্ৰামের সুইস গেট সংলগ্ন আনারস মার্কার অফিস নিজেরা ভাংচুর ও পোষ্টার ছিঁড়ে ফেলে দোষ চাপানোর চেষ্টা হেলিকপ্টার সমর্থকদের উপর। অদ্য ১৫ মে বুধবার রাত ৮,৩০ মিনিটের দিকে আনারস প্রতীকের সমর্থনকারী ঘাঘা গ্ৰামের মজিবর মোল্লা ও আনজু লস্কর, এই ২ জন মিলে তাদের দলবল নিয়ে নাটকীয় কায়দায় নিজেদের আনারস মার্কার অফিস ভাংচুর করে হেলিকপ্টার মার্কার সমর্থনকারীদের উপর দোষ চাপানোর চেষ্টা করে। ইতি মধ্যে আনারস মার্কার অফিস ভাংচুর করার ফোন আলাপের একটি নীল নকশার অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে।
নিজেরা অফিস ভাংচুর করে দোষ চাপান ঘাঘা গ্ৰামের জাকা বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস ও মনু বিশ্বাসের ছেলে এলাক বিশ্বাস সহ আরো ১০/১২ জন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাঘা সুইস গেট সংলগ্ন আনারস মার্কার অফিস ভাংচুর ও পোষ্টার ছেঁড়া ও অন্যান্য দ্রব্য সামগ্রী ভাঙচুর, ছিল তাদের একটি সাজানো নাটক।
আরো জানা যায়, ঘাঘা গ্ৰামের মিটু খান, ফরিদুজ্জামান বিশ্বাস ও জাকির বিশ্বাস মিলে গ্ৰামের বেশিরভাগ ভোটারদের কে নিয়ে একত্রিত হয়ে আনারস মার্কার নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নেন, কিন্তু অপরদিকে হেলিকপ্টার মার্কার সমর্থনকারী সাবেক মেম্বার ডলি সহ জিয়া বিশ্বাস ও এলাক বিশ্বাস সহ আরো অনেকে মিলে হেলিকপ্টার মার্কার নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নেন। এবং নির্বাচনের শুরু থেকে ই পোষ্টার লাগানো নিয়ে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও মনোমালিন্য চলে আসছে। উক্ত ঘটনা নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক একটি ইউনিয়নে ১ টি অফিস থাকবে কিন্তু আনারস মার্কার ২ টি অফিস থাকায় ১ টি ভেঙ্গে সরিয়ে নেয়ার কথা, তবে রাতে কি ঘটেছে তা আমি জানি না।