1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে পল্লী চিকিৎসক মিলনমেলা ও ডায়াবেটিক কর্নার উদ্বোধন  বাগেরহাটের রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সর ল্যাব সহকারী শ্যামলকে চক্ষু তুলে ফেলার হুমকি। কৃষকদের সর্বোত্ত গুরুত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -কৃষক দলের সমাবেশে বক্তারা রামপালের পেড়িখালী ইউপি চেয়ারম্যান বাবুল মারা গেছেন গোপালগঞ্জ জেলার গণমাধ্যম কর্মী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত। রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প নড়াগাতী কলাবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।  ৫ ই আগস্ট সরকার পরিবর্তন হলেই পরিবর্তন হয়নি স্বৈরাচারীর কোটায় চাকরি পাওয়া বীচ কর্মীর সদস্য। আওয়ামীলীগ নেতার শফিউল করিম।  হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন-রুহুল কবির রিজভী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্র দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা এফ আর রোমান রায়হান গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান বিশেষ প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান (৩০) কে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে শ্যামলী হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে র‍্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে লোহাগড়া থানায় হস্তান্তর করে।

এফ আর রোমান রায়হান লোহাগড়ার ইতনা ইউনিয়নের বাসিন্দা সে ফরমান আলী শেখের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট লোহাগড়ার সিএন্ডবি চৌরাস্তার বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে ছাত্রদের ওপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রামদা, বাঁশের লাঠি এবং লোহার রড দিয়ে শিক্ষার্থীদের আহত করেন। এ সময় গুলি ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটায়।

এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের হয়। মামলায় ২৯৫ জন কে আসামি করে ও ৩০০/৩৫০ জন অজ্ঞত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার, সাবেক পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু ও ফয়জুল হক রোম সহ অনেকে। গ্রেফতারের পর এফ আর রোমান রায়হান কে ২৬ ডিসেম্বর বেলা ১১ টার দিকে আদালতে পাঠিয়েছে লোহাগড়া থানা পুলিশ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park