মনির খান বিশেষ প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান (৩০) কে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে শ্যামলী হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে র্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে লোহাগড়া থানায় হস্তান্তর করে।
এফ আর রোমান রায়হান লোহাগড়ার ইতনা ইউনিয়নের বাসিন্দা সে ফরমান আলী শেখের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট লোহাগড়ার সিএন্ডবি চৌরাস্তার বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে ছাত্রদের ওপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রামদা, বাঁশের লাঠি এবং লোহার রড দিয়ে শিক্ষার্থীদের আহত করেন। এ সময় গুলি ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটায়।
এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের হয়। মামলায় ২৯৫ জন কে আসামি করে ও ৩০০/৩৫০ জন অজ্ঞত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার, সাবেক পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু ও ফয়জুল হক রোম সহ অনেকে। গ্রেফতারের পর এফ আর রোমান রায়হান কে ২৬ ডিসেম্বর বেলা ১১ টার দিকে আদালতে পাঠিয়েছে লোহাগড়া থানা পুলিশ।