নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশের সফল অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ লাখি বেগম (২৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি লোহাগড়া থানার পূর্ব চর কালনা এলাকার বাসিন্দা এবং এস এম অহিদুজ্জামানের স্ত্রী।
আজ ২২ ডিসেম্বর ২০২৪, দুপুর ১টা ২৫ মিনিটে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের নির্দেশনায় এসআই শেখ মোঃ জাকির হোসেন ও এ এস আই রেশমা খাতুন সঙ্গীয় ফোর্সসহ আসামির বাড়িতে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে লাখি বেগমের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের দিকনির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। এ সফল অভিযান তারই একটি উদাহরণ।নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।