স্টাফ রিপোর্টার
লোহাগড়া পৌর এলাকার মশাঘুনী গ্ৰামের আইয়ুব মল্লিক এর ছেলে কিশোর গ্যাং মামুন, ও একই গ্রামের সাবেক মেম্বার অহেদ এর ছেলে সম্রাট তাদের গ্যাং বাহিনী নিয়ে ৩ ডিসেম্বর সন্ধ্যায় গোপিনাথপুর গ্ৰামের অন্তর নামের একটি ছেলে কে হাতুড়ি ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায় ।
জানা যায়, কিশোর গ্যাং মামুন ও তার বন্ধু সম্রাট, তাদের গ্যাং বাহিনী নিয়ে লোহাগড়া উপজেলার বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা সহ সমাজের বিভিন্ন ধরনের অনৈতিক কাজ কর্ম চালিয়ে যাচ্ছে।
কিশোর গ্যাং মামুন এর বাবা আইয়ুব মল্লিক তিনি পেশায় একজন পানি বিক্রেতা, লক্ষীপাশা ঢাকা কাউন্টার এর পিছনের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে লক্ষীপাশা চৌরাস্তার চা দোকান ও হোটেলে বিক্রি করে কোন রকম জীবন জীবিকা চালিয়ে যাচ্ছে।
লোহাগড়া উপজেলার সচেতন মহল বলেন, মামুন সে ৩ লক্ষ্য টাকার উর্ধ্বে দামের মোটরসাইকেল ব্যবহার করে,তার টাকার উৎস কোথায় ? এবং কিশোর গ্যাং বাহিনীর খরচ বা পায় কোথায়? নিশ্চয়ই সে মাদকের সাথে জড়িত আছে।
তা না হলে যার বাবা টিউবওয়েল এর পানি বিক্রি করে খায় তার ছেলের এতো টাকার উৎস কোথায়? তার বিরুদ্ধে প্রশাসনের নজরদারির জন্য অনুরোধ করেন।
এই মামুন তার কিশোর গ্যাং বাহিনী নিয়ে লক্ষীপাশা চৌরাস্তার চা বিক্রেতা জালাল ও তার ছেলে ঝন্টু ও মন্টুর উপর চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।
লোহাগড়া উপজেলার কলেজ পাড়া এলাকা বিভিন্ন জায়গায় এক ই ধরনের দাঙ্গা হাঙ্গামা চালিয়ে যাচ্ছে।
কিশোর গ্যাং মামুন এর বন্ধু সম্রাট সে পেশায় একজন মোটর শ্রমিক , তার ফ্যামেলীগত ব্যাকগ্রাউন্ড তেমন একটা ভালো না বলেও জানা যায়।
উপরে উল্লেখিত ঘটনার সময়, সম্রাট অন্তর এর হাত কেটে নিবে বলে ঘোসনা দিয়ে মাজা থেকে দা বের করে ধাওয়া করে। এবং অন্তর কে ওই গ্যাং বাহিনীর হাত থেকে স্থানীয় লোকজন এসে প্রানে বাঁচায়।
ঘটনাটি লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন কে জানালে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.