1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় কাঠ বোঝাই অবৈধ লাটা উল্টে পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম।

লোহাগড়ায় কবরে থেকে ও পেনশনের টাকা উত্তোলন করেছে সখিনা নামে এক নারী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

 

নড়াইলের লোহাগড়ায় মৃত্যুর পরও ৫ বছর ধরে পেনশনের টাকা উত্তোলন করা হচ্ছে মৃত সখিনা বেগমের নামে। অন্য আরেক জনকে সখিনা সাজিয়ে এবং তার স্বাক্ষর জাল করে উপজেলা হিসাব রক্ষন অফিস ও ব্যাংকের চোখ ফাকি দিয়ে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করার অভিযোগ রয়েছে সখিনার মেয়ে ঝর্ণা বেগম ও নাতনী ডালিয়ার বিরুদ্ধে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে , লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি মধ্যপাড়া গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য ফজর শেখ প্রায় ২০/ ২২ বছর আগে মারা যান। এরপর তার স্ত্রী সখিনা বেগম পেনশনের টাকা উত্তোলন করতেন। ২০১৮ সালের মার্চ মাসে সখিনা বেগম ও মারা যান। কিন্তু সখিনার সুচতুর মেয়ে ঝর্ণা খানম ও নাতনি ডালিয়া সখিনার মৃত্যুর বিষয়টি গোপন রেখে অন্য আরেক মহিলাকে সখিনা বেগম সাজিয়ে তার স্বাক্ষর জাল করে হিসাব রক্ষন অফিস ও সোনালী ব্যাংক লক্ষীপাশা( সখিনার হিসাব নং ২৫০৫৬০১০২২৫১৭) থেকে কৌশলে ২০১৮ সাল থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত ৫ বছর ধরে প্রায় ৪ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে আসছে সখিনার কন্যা ঝর্ণা বেগম।

এ ব্যাপারে ঝর্ণা খানম জানান, মা মারা যাওয়ার পর আমরা কোন পেনশনের টাকা উত্তোলন করেনি। কে বা কারা ওই টাকা তুলে নিয়েছে তা হিসাব রক্ষন অফিস ও ব্যাংকের লোকজন জানে, এটা তাদের ব্যাপার। যা হয়েছে আপনারা এসব নিয়ে বাড়াবাড়ি না করে মীমাংসা করে দেন।

সকিনা বেগমের মৃত্যুর বিষয়ে দিঘলিয়া ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে অনলাইন বা রেজিস্ট্রি খাতায় তার মৃত্যুর কোন তথ্য নেই।

সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার ম্যানেজার নূরুল আমিন জানান, উক্ত হিসাবে বিপরীতি সর্বশেষ মাসে ৬৫১০ টাকা করে জমা হয়েছে।হিসাবের নমিনি রয়েছে ঝর্ণা নামের ১ নারী।ওই হিসাব থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সর্বশেষ সখিনার স্বাক্ষরে টাকা উত্তোলন করা হয়েছে।তাদের স্বাক্ষর যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহন করা হবে।

লোহাগড়া উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা বিএম তামজিদ হাসান জানান,সখিনার নামে খোলা অনলাইন একাউন্টে ২৩ সালের জুন মাস পর্যন্ত পেনশনের টাকা ট্র্যান্সসফার করা হয়েছে।সখিনার মৃত্যুর বিষয়টি গোপন করে টাকা উত্তোলন করা হয়েছে। বিষয়টি জানার পর উর্দ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে খুলনা অঞ্চলের অডিট এ্যান্ড একাউন্টস অফিসার মীর এনামুল হক জানান, বিষয়টি তদন্ত করে ওই হিসাব ধারীর নমিনিকে অতিরিক্ত উত্তোলনের টাকা সরকারী কোষাগারে ফেরতের দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে। প্রয়োজনে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park