লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলাধীন আদিতমারী উপজেলায় ইসমাইল হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে হত্যার দায়ে তার স্ত্রী ইতিমনি (৩০)কে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামে এঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে। আটক নিহতের স্ত্রী ইতিমনি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি পূর্বপাড়া গ্রামের জগদীশ চন্দ্র'র মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১২বছর পূর্বে আটক স্ত্রী প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মায়া রানী থেকে ইতিমনি নাম ধারণ করে ইসমাইল হোসেনকে বিবাহ করেন। বিয়ের কয়েক বছর পর থেকে আবারও ইতিমনি পূর্বের ধর্মীয় এক যুবকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এরপর থেকে বিভিন্ন জনের কাছে টাকা ঋণ করতে থাকে এবং পরকীয়া প্রেমিকের কাছে জমা করেন। সেই ঋণ পরিশোধ করতে আবার নিজ স্বামী ইসমাইলকেই চাপ দিতে থাকেন। এতে চরমভাবে তাদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ওই ঋণের টাকা নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ইতিমনি প্রথমে তার স্বামী ইসমাইলকে দা দিয়ে আঘাত করে। ইসমাইলের আত্মচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে আপোষ করে দিয়ে চলে যান। এরপর দ্বিতীয় দফায় স্বামীর অণ্ডকোষ হাত দিয়ে চাপ দিয়ে (গোপনাঙ্গ) ধরলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে ইতিমনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতেই থানা পুলিশ ইসমাইলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, ইতিমনি পরকীয়া করত সেটাতে বাঁধা দেয়ায় সে আমার ভাইকে হত্যা করেছে। আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, নিহতের স্ত্রী ইতিমনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান। ভারতীয় চ্যানেল গুলো বন্ধ করা হোক ভারতীয় নাটক সিরিয়াল গুলো দেখে সেই কালচার বাংলাদেশের মা বোনদের ভিতর চলে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.