1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

লালপুরে অনিয়ম-দুর্নীতির দায়ে প্রধান শিক্ষক এনামুলের বিরুদ্ধে ইউএনও অফিসে অভিযোগ

ইব্রাহিম হোসেন নাটোর
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সংলগ্ন ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির দায়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়টির শিক্ষক/কর্মচারী, ছাত্র-ছাত্রী বৃন্দ সহ অভিভাবকগন।

গত ৫ই সেপ্টেম্বর-২০২৪ইং সকালে বিদ্যালয়টির ১৩ জন শিক্ষক-কর্চারী,৭৯জন ছাত্র/ছাত্রী(৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী পর্যন্ত)ও ৫৮ জন অভিভাবক সহ মোট ১৫০ জন স্বাক্ষর করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত এই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, উক্ত বিদ্যালয়টির প্রধান শিক্ষক অগ্রনী ব্যাংকের জমাকৃত ভর্তূকীর টাকা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কমন রুম, ওয়াশরুম, ৩টি ক্লাসরুম ও টিউবওয়েল বিক্রয় করে টাকা আত্মসাৎ করেন। বর্তমানে অফিস রুম সহ মোট ৫ টি মাত্র রুম রয়েছে যা বিদ্যালয়টির বেহাল দশায় পরিনত হয়ে আছে। এ বিষয়ে সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষককে বার বার ক্লাসরুম তৈরি করার তাগিদ দেওয়ার পরও উনি কোন কর্নপাত করেন না।

এ বিষয়ে রবিবার (৮ই সেপ্টেম্বর -২৪ইং) বিদ্যালয় চলাকালীন সময়ে সংবাদ কর্মীরা সরজমিনে গেলে অভিযুক্ত তথ্যগুলোর সত্যতা পাওয়া যায়।

সহকারী শিক্ষক-কর্মচারী, উপস্থিত ছাত্র/ছাত্রীদের সাথে কথা হলে তাঁরা সংবাদ কর্মীদের বলেন,এই বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজ পত্র, কম্পিউটার, প্রজেক্টর সমস্ত কিছু তার নিজ বাড়িতে নিয়ে গেছেন। বর্তমানে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সংখ্যক ক্লাসরুম নাই আাছে মাত্র ৫ টি রুম এতে বিদ্যালয়ের বেহাল দশা। প্রধান শিক্ষক স্কুলে আসে হাজিরা খাতায় স্বাক্ষর করে ১ঘন্টার মধে স্কুল থেকে চলে যান। সেকশন জালিয়াতী করে তের লক্ষ টাকার বিনিময়ে দুইজন সহকারী শিক্ষক নিয়োগ দেন। পরে নিয়োগ বানিজ্য জালিয়াতীর কারণে গত মে ২০২২ইং হইতে অদ্যাবধি মাউশি কর্তৃক সরকারী বেতন ভাতার অংশ বন্ধ করে দেন। তিনি পকেট কমিটি তৈরী করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যা খুশি তাই করেন। তিনি একজন ঠক,প্রতারক, স্বেচ্ছাচারী ও দূর্নীতিবাজ তার নিকট বিদ্যালয় নিরাপদ নয় বলেও জানিয়েছেন তাঁরা।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান সংবাদ কর্মীদের বলেন, অভিযোগ পাওয়া গেছে প্রসেসিং অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park