কক্সবাজার জেলা থেকে নিজস্ব প্রতিনিধি
রোহিঙ্গা ক্যাম্পে বেতন বৈষম্য নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি টিচারদের পক্ষ থেকে।
১৮ আগস্ট রোজ রবিবার টিচারদের বেতন বৈষম্য নিয়ে একটা জরুরী মিটিং অনুষ্ঠিত হয়! উক্ত মিটিং ৫ দফা দাবি সহ বেতন বৃদ্ধি নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি।
রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফের অর্থায়ের প্রায় ৮ টি এনজিও শিক্ষা কার্যক্রম করে। বিগত প্রায় ৬ বছর ধরে টিচার বেতন বৃদ্ধির আশ্বাস দিয়ে আসলে কোন ধরনের বেতন বৃদ্ধি না হওয়াতে টিচারদের পক্ষ থেকে এই হুশিয়ারি দেওয়া হয়। ইতি পূর্বে রোহিঙ্গা টিচারদের বেতন ৫ হাজার টাকা বৃদ্ধি করলেও হোস্ট টিচারদের বেতন বৃদ্ধি করা হয় মাত্র ৯০০ শত টাকা।
রোহিঙ্গা ক্যাম্পে টিচারদের পক্ষ থেকে ৫টি দাবি।
১! হোস্ট টিচার বেতন সর্বনিম্ন ২০০০০( বিশ হাজার) করতে হবে।
২! মহিলা টিচারদের জন্য মাতৃত্বকালীন ছুটি এবং ভাতা প্রধান করতে হবে।
৩! বিনা কারনে টিচার ছাঁটাই বন্ধ এবং হয়রানি বন্ধ করতে হবে।
৪! ৫০% পুরুষ টিচার নিয়োগ করতে হবে।
৫! ক্লাস্টার সিস্টেম যে নিয়ম করা হচ্ছে তা বন্ধ করতে হবে।