শহিদুল্লাহ আল আজাদ. রূপসা, খুলনা
খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ ফকির ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে আজ ভোরে তার বুকে ব্যাথা অনুভব হলে দ্রুত তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রয়াত এ মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের উদ্দেশ্য নতুন হাট ঈদগাহ ময়দানে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম এম এ হালিম খান, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস শেখ, প্যানেল চেয়ারম্যান মাসুম শেখ, বীরমুক্তিযোদ্ধা আঃ মালেক শেখ, রূপসা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন।
মরহুমের নামাজে জানাজা বাদ আসর নতুনহাট ঈদগাহ ময়দান মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, অধ্যক্ষ আতাহার আলী ফকির,প্রভাষক খান মারুফুল হক,আসাদুজ্জামান, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু, টিএসবি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান প্যারিস, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, রূপসা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সমাজসেবক সোহেল জুনায়েদ, তাহিদুল ইসলাম মোল্যা, সৈয়দ আকতার আলী, বাকির হোসেন বাকু, হাবিবুর রহমান,বওবায়েদ ফারাজী, মাঈনুল হাসান, আজিজুর রহমান, আয়ূব আলী ফকির, জহিরুল হক শারাদ, টিটো জমাদার,ফ,ম ওহিদ, আজমল ফকির, তারেক আজিজ, শফিকুর রহমান ইমন, মহিউদ্দিন মানিক, মহসিন পাইক, রজব শিকদার, সাংবাদিক বেনজীর হোসেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে রূপসা মহিলা কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি আ: মজিদ ফকিরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রূপসা মহিলা কলেজের অধ্যক্ষ আতাহার আলী ফকির,প্রভাষক দিপক কুমার দে, শিপ্রা রানী নন্দী, আঃ মান্নান, আসাদুজ্জামান, অমিত ঘোষ, তপন মন্ডল, মনিরুজ্জামান, সাহারাজ শাহিন, অহিদু্জ্জামান, ফারহানা শারমিন, সারমিন সুলতানা, আসাদুজ্জামান মিনা, আয়েশা রাজু, চন্দ্র কান্ত মন্ডল, মনিরুজ্জামান, কাজী রেহানা পারভিন, জসিমউদদীন, ওহিদুল ইসলাম, কামরুজ্জামান, মুক্তার হোসেন, মিজানুর রহমান প্রমূখ।