স্টাফ রিপোর্টার
খুলনা রূপসায় পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের দক্ষতা উন্নয়নে ২ দিন ব্যাপি প্রশিক্ষণ আজ বুধবার ২৯শে নভেম্বর সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন'ও উপজেলা সমাজসেবা কার্যালয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা সমাজসেবা পরিচালক মোতাহার হোসেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে এবং সমাজসেবা জেলা সহকারী পরিচালক আইনাল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শহিন।
প্রশিক্ষণে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এস. এম ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন সহ বিভিন্ন এলাকার মাতৃকেন্দ্র প্রকল্পর সম্পাদিকাগণ অংশগ্রহনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণের সভা শেষে অতিথিগণ উপজেলা সমাজসেবা ভবন (সম্প্রসারিত) শুভ উদ্বোধন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.