হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের) ১৬টন ৪২৮ কেজি লোহার মোটা পাতসহ ইয়াছিন হাওলাদার (১৯) নামের এক চোর সিন্ডিকেটের সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি দল।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলার ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকা থেকে এ সব মালামাল উদ্ধার করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার চোর সিন্ডিকেটের সদস্য ইয়াছিন হাওলাদার খুলনার রূপসা উপজেলার ইলাইপুরের আমদাবাদ এলাকার মাইনুল হাওলাদারের ছেলে এ ঘটনায় ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিবলী নোমানী বাদি হয়ে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে মামলা দায়ের করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল উপজেলার সুকদাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে হালিম সরদারের ভাঙ্গারীর দোকান থেকে ১৬টন ৪২৮ কেজি লোহার সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল রামপাল তাপ বিদুৎ কেন্দ্রের বলে জানান তিনি। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ভাঙ্গারীর মালিক মোঃ হালিম সরদার পালিয়ে গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.