হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপালে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এ র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা রিসোর্স সেন্টার মিলনায়তনে সিডিপি’র উপজেলা কো অর্ডিনেটর সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, আমিনুর হক নান্টু, লায়লা সুলতানা, সরদার মহিদু্ল ইসলাম, মনোজ কুমার দাস, সাহানাজ সুলতানা পলি প্রমুখ।