চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের উত্তর ডুমুরীয়া গ্রামে গৃহবধূর ঘরে অসৎ উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা কালে ধরাশায়ী ইউপি মেম্বার রাশেল শেখ, পরে হামলা করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
২৫ এপ্রিল (বৃহস্পতিবার) রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে। ইউপি সদস্য রাসেলের হামলায় আহত গৃহবধূর ভাসুর নাজির মোল্লার ও তার স্ত্রী পারভীন বেগমসহ ৩ জন গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাসেল শেখ ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও একই গ্রামের মোঃ হেমায়েত শেখের ছেলে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, স্বামী ফারুক হোসেন চাকুরীর সুবাদে ঢাকা থাকায় ভুক্তভোগীর বসত ঘরে দরজা ভেঙ্গে ঢোকার চেস্টা করে লম্পট মেম্বার রাসেল। এ বিষয়টি তাৎক্ষনিক ভুক্তভোগী তার ভাসুরকে ফোনে করে জানালে তার ভাসুর নাজির মোল্যা (৬১) ও তার স্ত্রী পারভীন বেগম এসে লম্পট রাসেল শেখকে ধরে ফেলেলে মেম্বার রাসেল তাদের হামলা করে কুপিয়ে, পিটিয়ে ও কিলঘুষি মেরে আহত করে পালিয়ে যায়।
আরো জানা যায়, ভুক্তভোগীর স্বামী চাকরির সুবাদে বাহিরে থাকায় মাদকাসক্ত লম্পট মেম্বার রাসেল প্রায়ই তাকে উত্যক্ত করত। এরই ধারাবাহিকতায় সে এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা এবং এ ঘটনায় দৃষ্টান্ত মূলক সাস্তীর দাবি করেছেন তারা যাতে এলাকার আর কোন মা বোনদের উপর এমন ঘটনা ঘটানর সাহস যেন কেউ না পায়।
অভিযুক্ত রাসেল মেম্বারকে তার ব্যবহৃত – 01764528787 মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এখনো কোন অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।