আজ ২০ অক্টোবর সোয়া ১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: ময়নুল ইসলাম, এনডিসি, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, এ কে এম শহিদুর রহমান, মহাপরিচালক,র্যাব ও মো. মতিউর রহমান শেখ, অতিরিক্ত আইজিপি, সিআইডি, বাংলাদেশ পুলিশ।
রাজশাহীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি আরএমপি সদর দপ্তরে আসলে আরএমপি’র এমটি চৌকস দল তাঁদের গার্ড অব অনার প্রদান করেন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আইনশৃঙ্খলা সভায় আরও উপস্থিত ছিলেন, সরদার তজিম উদ্দিন আহমেদ, বিপিএম, অতিরিক্ত আইজিপি, এসবি, ঢাকা, রাজশাহী রেঞ্জর ডিআইজি মো: আলমগীর রহমান, আরএমপি ও রাজশাহী রেঞ্জসহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.