1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

যে-কোনো দুর্যোগে সরকার আপনার পাশে আছে -বন্যা পরিদর্শনে সচিব

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

‘আপনার দুঃখ, কষ্ট, আনন্দ সবকিছুর সাথে সরকার পাশে রয়েছে। ঝড়, অতিবৃষ্টি, বন্যা, খরা, যে-কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবসময় আপনাদের সাথে আছে সরকার।’ বন্যা কবলিত এলাকা দেখতে এসে একথা বলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না।

আজ বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সচিব। পরিদর্শনকালে সচিব বন্যায় ভাসমান বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে হালুয়াঘাট উপজেলার বিলডোরার রহেলা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি। জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন সচিব। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

প্রধান অতিথি বলেন, দেশের যে-কোনো জায়গায় যে-কোনো দুর্যোগ, ভালো-মন্দ, যাই কিছু ঘটুক না কেন আমরা যারা কেন্দ্রে আছি বর্তমান যুগে তাৎক্ষণিক সবাই জানতে পারি। বন্যা চলাকালীন আপনাদেরকে সহযোগিতার জন্য সরকার যেমনভাবে পাশে আছে বন্যা পরবর্তী পুনর্বাসনেও সেভাবে পাশে থাকবে এবং কাজ করে যাবে।

তিনি আরো বলেন, সরকারের মাঠ পর্যায়ের সকল স্তরের প্রতিনিধি আপনাদের সেবায় নিয়োজিত। একটি কথা আমি জোর দিয়ে বলতে চাই সেটা হচ্ছে, এ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুর্নীতিবাজদের কোনো ঠাঁই এ সরকারের কাছে নেই। সংস্কারের জন্য সকলের সহযোগিতা কামনা ও ধৈর্য ধারণ করতে বলেন।

মতবিনিময় শেষে সচিব সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় প্রায় ৩৫০ জন বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রায় দেড় হাজার বন্যাদূর্গত লোক আশ্রয়কেন্দ্রগুলোতে স্থানীয়ভাবে আশ্রয় নিয়েছেন। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, RAB, রেড ক্রিসেন্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার্তদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় সেনাবাহিনীর প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি, হালুয়াঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সচিব পরে হালুয়াঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শন শেষে উপজেলার কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park