যশোরে ৭০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
সোমবার রাতে বেনাপোল পুটখালী এলাকা থেকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে র্যাব-৬।
যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। এ সময় নয়ন হোসেন ও বিল্লাল হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তারা পুটখালি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা বেনাপোল সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে মাদক নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকার সরবরাহ করতো। সোমবার সন্ধ্যায় খবর পেয়ে পুটখালী উত্তরপাড়ার একটি আমবাগানের অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের বেনাপোল পোর্ট থানা হস্তান্তর করা হয়েছে।