1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় কাঠ বোঝাই অবৈধ লাটা উল্টে পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম।

মোল্লাহাটে ৫ বছরের শিশু হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার!

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোল্লাহাটে ৫ বছরের শিশু হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার!

 

গত ০৫ এপ্রিল বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকা থেকে ভিকটিম আহসান উদ্দিন বিশ্বাস (০৫) নিখোঁজ হওয়ার পর ভিকটিমের পিতা মোঃ কামরুজ্জামান বিশ্বাস হারানো সংক্রান্তে মোল্লাহাট থানার সাধারন ডায়েরী করেন। পরবর্তিতে ০৬ এপ্রিল দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকার সময় মোল্লাহাট থানাধীন কচুড়িয়া সাকিনস্থ জনৈক দাউদ শরীফের পানের বরজের সামনে খালের পাড়ের মাটির গর্তের ভিতরে লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে মোল্লাহাট থানা পুলিশ।

 

পুলিশ সুপার, বাগেরহাট জনাব আবুল হাসনাত খান, পিপিএম মহোদয় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় মোল্লাহাট থানা পুলিশ আহসান উদ্দিন বিশ্বাস (০৫)‘কে হত্যা করে ভিকটিমের মাথাসহ সমগ্র মুখমন্ডল পলিথিনে আবদ্ধ করে পুনরায় আবার সার্জিক্যাল টেপ পেচিয়ে পর্যায়ক্রমে দুই হাত ও দুই পা সার্জিক্যাল টেপ দিয়ে বেধে লাশ গুম করার ঘটনায় মোল্লাহাট থানায় মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত আসামি মোঃ আকবর শেখ (২৩), পিতা-মোঃ আসাদ শেখ, মাতা-মোসাঃ মর্জিনা বেগম, কর্মস্থল সাং-পদবী এ্যাটেনডেড, আইডি নং-এম এ ২৩০৮০৩৩৯৫, পোর্ট সিটি ইন্টা.ইউনিভার্সিটি, ০৭-১৪ নিকুঞ্জ হাউজিং সোসাইটি , সাউথ খুলশি, চট্টগ্রাম এবং হিজবুল্লাহ শেখ (২৪), পিং- আফজাল শেখ, মাতা- আরজাহান বেগম ওরফে আরজিনা, কর্মস্থল-পদবীঃ মসালচী, আইডি নং-২৮১২৬৫ (মূল কাগজপত্রে), ২৮১২৬৮ (আইডি কার্ড অনুসারে), এএসসি কোর, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট ,১১ পদাতিক ডিভিশন, বগুড়া, উভয় স্থায়ী সাং-কচুড়িয়া, কোদালিয়া ইউপি, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাটদ্বয়কে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত মূল আসামী মোঃ আকবর শেখ স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে নিজেকে জড়িয়ে ফৌ: কা: বি: ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে । পারিবারিক কলহের জেরে ধৃত আসামীদ্বয় হত্যাকান্ড ঘটিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park