আলী আজীম, মোংলা (বাগেরহাট)
সকল প্রকার শিরক, বিদআত, অন্যায়, অসত্য ও অপসংস্কৃতির বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের ওলামায়ে কেরাম, মাশায়েখে ইজম ও আইম্মায়ে মাসাজিদে কেরামের সমন্বয়ে গঠিত জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ'র মোংলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন, কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পৌর শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় হোটেল টাইগার অডিটোরিয়ামে (৪র্থ তলা) এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে ২০২৪-২৫ সনের জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মোংলা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। মোংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়েবুর রহমান কে সভাপতি ও বায়তুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইব্রাহীম আমিন কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলান শাহ-জালাল সিরাজী। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাগেরহাট জেলা উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মুজ্জাম্মিল হক কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আবিদুর রহমান, আইএবি বাগেরহাট জেলা সাবেক সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন।
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা ইউসুফ ইকবাল, মাওলানা আফজাল হোসাইন, সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাদী, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইমদাদুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতী ফজলুল করিম।
সহ প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মুয়ায উদ্দিন, দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুফতী তাওকীর আহমাদ, মসজিদ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আবু জাফর, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ আলী শেখ, মহিলা মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক ক্বারী আ: করিম মুছাল্লী, ওলামা কল্যাণ সম্পাদক মাওলানা ফেরদাউস আলম, এবতেদায়ী মাদরাসা ও মক্তব বিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা জাকির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আলাউদ্দিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মাহদী হাসান সবুজ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাফেজ আবু সাঈদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, সহ প্রচার সম্পাদক হাফেজ তারেক বিন সুলতান, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা ইসমাইল বিন আ: আজিজ, সহ দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, বায়তুলমাল বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সহ বায়তুলমাল বিষয়ক সম্পাদক হাফেজ নুর ইসলাম, খেদমতে খালক বিষয়ক সম্পাদক মাওলানা মোক্তার হোসাইন ও সদস্যরা হলেন, হাফেজ ক্বারী আবু তাহের, হাফেজ মাওলানা মো: তরিকুল ইসলাম, হাফেজ মাওলানা রবিউল ইসলাম, হাফেজ আনিসুর রহমান, হাফেজ মাসুম বিল্লাহ, ক্বারী ফয়সাল আহমাদ।
অনুষ্ঠানে নব গঠিত সকল দায়িত্বশীলদের পরিচিতি পর্ব সম্পাদন ও কাজের প্রতিশ্রুতি নেওয়ার পর প্রধান অতিথি সকলকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান। এসময় নব-গঠিত কমিটির সকল দায়িত্বশীলগণসহ উপজেলার বিভিন্ন মাদরাসা- মসজিদের ইমাম/খতিব উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.