আলী আজীম মোংলা বাগেরহাট
মোংলায় চিংড়ি প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮মে) সন্ধ্যায় উপজেলার মিঠাখালি ইউনিয়নের ফুটবল মাঠ চত্বরে এ নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। সমাজ সেবক আ: সালাম হাওলাদার’র সভাপতিত্বে এবং চাঁদপাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সাম্পাদক চাঁনমিয়া হাওলাদার’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদার।
এসময় বক্তারা বলেন, আপনারা আবু তাহের হাওলাদারকে চিংড়ি মাছ মার্কায় ভোট দিয়ে আবারও নির্বাচিত করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারই আদর্শের সৈনিক আবু তাহের হাওলাদার। তিনি তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। দলমত নির্বিশেষে তিনি সবার জন্য কাজ করেছেন। তাই আগামী ২৯ মে আপনারা আপনাদের মুল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন।
এসময় অন্যন্যের মধ্যে ভোজপাতিয়া ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সুন্দরবন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. কবির হোসেন শেখ, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সোনাইলতলা ইউপি আ’লীগের সভাপতি সরদার হুমাউন কবির, সাংবাদিক সুমেল সারাফাত, আ’লীগ নেতা নাসির উদ্দিন, ১নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি বেল্লাল হোসেন, হিন্দু বৈদ্ধ ঐক্য পরিষদের চেয়ারম্যান রবীন্দ্র নাথ মন্ডল, মিঠাখালি ইউপি সাবেক প্যানেল চেয়ারম্যান মো. আরিফ ফকির, সোনাইলতলা ইউপি ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সরদার, যুবলীগ নেতা ইউসুফ খাঁ, মিঠাখালি ইউপির বিভিন্ন ওয়ার্ডের সদস্য সহ বিপুল সংখ্যক স্থানীয়রা উপস্থিত ছিলেন।