ডেক্স নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -১ আসনে আবারো কবিরুল হক মুক্তির প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে চান ভোটাররা। নির্বাচনের আগেই স্বতন্ত্র প্রার্থী চন্দনা (নিজ স্ত্রী) নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান। এর ফলে কবিরুল হক মুক্তির নির্বাচনে জয়ের পথ আরও সুগম হলো। নড়াইল সদরের আংশিক, নড়াগাতী, কালিয়া উপজেলা নিয়ে নড়াইল- ১ আসনে মুক্তি দলমত নির্বিশেষে সবার প্রিয় মানুষ। তাছাড়া সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি বিগত বছর গুলিতে ব্যাপক উন্নয়ন করে জনসাধারণের আস্থা অর্জন করেন। যার জন্য নিজ নির্বাচনি এলাকায় তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় নেতা কালো মানিক হিসাব পরিচিত।
নির্বাচনি গণসংযোগে তিনি ভোর হতে গভীর রাত পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের নিয়ে মাঠ কাপিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ভোটারদের অধিকাংশের মন্তব্য মুক্তির বিকল্প কোন নেতা এই অঞ্চলে নেই তিনি নির্বাচিত হলে নড়াইল জেলার ১- আসনের আরও উন্নয়ন হবে। তিনি আমাদের বিপদেআপদে পাশে থেকে সহোযোগিতা করবেন। আবার অনেকের ধারণা তিনি এবার নির্বাচিত হলে প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী করবেন।
মুক্তি মন্ত্রী হলে নড়াইল জেলা সহ এই অঞ্চলের উন্নয়নের ধারা দ্বিগুণ হবে। ভোটাররা বলেন বর্তমান নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে একমাত্র কবিরুল হক মুক্তি আমাদের মত সাধারণ মানুষের আস্থার প্রতিদান দেওয়ার সক্ষমতা আছে।
বিশিষ্ট সমাজ সেবক শাহ মোঃ সোহরফ হোসেন বলেন, নির্বাচনি প্রচারণার শুরু থেকে আমিও আমার এলাকার সহকর্মীদের সাথে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তির উন্নয়ন তুলে ধরেছি, আমি আশাবাদী মুক্তির পক্ষে এবার ভোট বিপ্লব হবে, আর তার সমনে থাকবে আমাদের এলাকার জনগণ।
নড়াগাতী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ফোরকান মোল্লা বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কবিরুল হক মুক্তিকে গতবারের চেয়ে বেশি ভোটে নির্বাচিত করে প্রধানমন্ত্রীকে উপহার দেব। নড়াগাতী থানা আওয়ামীলীগের সদস্য মোঃ উজ্জ্বল হোসেন বলেন, মুক্তি বিশ্বাস অতুলনীয়, বিগত দিনের উন্নয়নই তাকে জনতার বিজয়ের মালা পরাবে।
নড়াগাতী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ বসির মোল্লা বলেন, আমরা নড়াগাতীর মানুষ একহয়ে মুক্তির বিজয় নিশ্চিত করব। বঐসোনা ইউনিয়নের ০২ নং ওয়ার্ড কাউন্সিলর সদস্য মোঃ কুইন দাড়িয়া বলেন, নির্বাচনি এলাকার জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে মুক্ত ভাইকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।