নড়াগাতীর সংবাদ ডেক্স
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ১ আসনের নড়াগাতী,কালিয়া,নড়াইল সদর আংশিক আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম নড়াগাতী থানা সহ বড়দিয়া এলাকায় ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করছেন।
আজ শনিবার (৩০ ডিসেম্বর ) সকালে তিনি দলীয় সিনিয়র নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নড়াগাতী বাজার,বড়দিয়া বাজার, পুঠিমারি বাজার ও নড়াগাতী বড়দিয়া রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করে।
মুক্তিযুদ্ধের চেতনায় সাম্রাজ্যবাদবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশজুড়ে চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হাতুড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন।
অ্যাডভোকেট নজরুল ইসলাম জনসাধারণের উদ্দেশ্যে বলেন, নতুন এক অভিজ্ঞতা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে কর্মসংস্থানের নিশ্চয়তা, উন্নয়ন সমৃদ্ধি অগ্রযাত্রার স্বল্প ও দীর্ঘ মেয়াদি আর্থসামাজিক টেকসই কর্মসূচি প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের রোডম্যাপসহ বৈষম্যহীন ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আন্দোলন-সংগ্রামের নতুন স্বপ্ন নিয়ে নড়াইল এক আসনে প্রার্থী দিয়েছে।তিনি সবার সর্বাত্মক সহযোগিতা, দোয়া-আশীর্বাদ ও আসন্ন নির্বাচনে হাতুড়ি মার্কায় সর্বস্তরের জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।
"নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন আমি এই জমিনে শুধুমাত্র দেখছি দাঙ্গাবাজি খুন খারাবি দলাদলি মস্তানতন্ত্রের আধিপত্য, এ জীবনে অনেকেই ঘর ছাড়া বাড়ি ছাড়া তারা মাঠে গিয়ে শুয়ে থাকে তারা এলাকায় বসবাস পর্যন্ত করতে পারেনা"
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা সারাজীবন দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। আমি এই সংগ্রামের উত্তরসূরি হিসাবে বাকি জীবন একইভাবেই নড়াইল একবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নের সমতা-ন্যায্যতা প্রতিষ্ঠায় সমৃদ্ধির জন্য কাজ করতে চাই। বিগত ১৫ বছরে উপজেলা হয়নি, আমি নির্বাচিত হলে এই জেলায় আরও দুটি নতুন উপজেলা করার চেষ্টা করব। নড়াগাতীতে হাসপাতাল সহ ছাত্র ছাত্রীদের উন্নত লেখা পড়ার জন্য কলেজে অনার্স মাষ্টার্স চালু করব এলাকায় রাস্তা ঘাটের উন্নয়ন নেই আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.