আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধ
রাজধানীর মিরপুরে ছিনতাই চক্রের ৩ সদস্য আটক সহ ছিনতাইকৃত অটো রিক্সা উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়-রাজধানীর মিরপুর মডেল থানায় অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেন রিপন মিয়া। যেখানে বলা হয় শুক্রবার ভোরে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি রিপন মিয়ার কাছে শাহ আলী মাজারে যাওয়ার কথা বলে ভাড়া মিটিয়ে অটোরিক্সায় উঠে। এরপর পথিমধ্যে দেশীয় অস্ত্রের দেখিয়ে ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে অটো রিক্সাটি ছিনিয়ে সনি সিনেমা হলের দিকে পালিয়ে যায়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক মো: সাজ্জাদ রোমন, এসআই সাঈদ ইবনে রাজিব, এসআই উজ্জল হোসাইন, এসআই আব্দুল আউয়াল এর যৌথ অভিযানে ৩ জন ছিনতাইকারী আটক ও ছিনতাইকৃত অটো রিক্সা সহ একটি ধারালো চাকু উদ্ধার করে।
আটকৃত আসামিরা হলেন মো: মাসুদ রানা(২৪), মো: ইব্রাহিম (২৫), মাকসুদ(২১)। জানা যায় এই অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এ নিয়ে মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মো: সাজ্জাদ রোমন জানায়-আটকৃত আসামিদের ৭ দিনের রিমান্ড চাহিয়া বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রমের পাশাপাশি চুরি, ছিনতাই, সন্ত্রাস মাদকের বিরুদ্ধে মিরপুর মডেল থানা পুলিশের আরো অভিযান অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.