নিজস্ব প্রতিবেদক
মানবিক সাহায্যের জন্য আবেদন ।
খালিশপুর নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ্ বিদ্যাপীঠ থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায় মেধাবী শিক্ষার্থী তাহ্সিন পারভীন।
তাহসিন সপ্তাহ খানেক হলো আকস্মিকভাবে দুরারোগ্য Myasthenia gravis রোগে আক্রান্ত হয়ে বর্তমানে নিউরো সায়েন্স হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন রয়েছে ( ICU ৯ নং বেড) ।
অত্যন্ত ব্যয়বহুল এ রোগের চিকিৎসায় প্রায় ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা প্রয়োজন। যা হতদরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। এমতাবস্থায় নিরুপায় হয়ে পরিবারটি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিবর্গের নিকট সাহায্যের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। অতিশয় মানবিক বিষয়টি বিবেচনা করে সম্ভাবনাময় এই মেধাবী শিক্ষার্থীর জীবন বাঁচাতে এগিয়ে আসতে শুভাকাঙ্ক্ষী বন্ধুবর্গ ও বিত্তবান সকলের প্রতি সানুনয় অনুরোধ জানাচ্ছি।
সাহায্য পাঠানোর হিসাব নম্বর :
তাহসিনের পিতা – তাজ মোহাম্মদ
ব্যাংক – UCBL
হিসাব নম্বর : 7863241000127315
Sonadanga Sub Brance, Khulna.
বিকাশ- ০১৯২৭-৯৭৫৮৬০ (পার্সোনাল)