মো. নুরতাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা নড়াইল জেলা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় জাতীয় মহিলা সংস্থা নড়াইল জেলা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ^াসের সভাপতিত্বে সভায় মহান বিজয় দিবস সম্পর্কে বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়ের প্রশাসক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না। স্বাগত বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থা নড়াইল জেলা কার্যালয়ের জেলা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
বক্তারা বলেন, ‘ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়। সেই স্বাধীনতাকে রক্ষায় চলতি বছরের জুলাই-আগষ্টে এদেশের ছাত্র-জনতার আন্দোলনে অনেকের জীবনের বিনিময়ে আমরা পুনারায় মুক্তি পেয়েছি। এখনো অনেকে আহত হয়ে কষ্টে জীবন যাপন করছে। আমরা তাদের প্রতিদান কখনো ভুলবো না।’
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত এবং জুলাই-আগষ্টের আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইল পুলিশ লাইন জামে মসজিদের খতিব মোনাজাত পরিচালনা করেন।
কর্মসূচিতে জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়ের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।