শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা
খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসন সুজনের মা রিজিয়া খাতুন (৭২) আর নেই। তিনি বৃহস্পতিবার (৩০মে) চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন কিডনিসহ নানান জটিল রোগে ভুগছেন। সম্প্রতি গুরুতর অসুস্থ হলে বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
রিজিয়া খাতুন খুলনা সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি ও প্রয়াত আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল ইসলামের স্ত্রী।
মরহুমার পারিবারিক সূত্র জানিয়েছে, রিজিয়া খাতুনের প্রথম নামাজে জানাযা শুক্রবার (৩১ মে) সকাল ৯ টায় কেডিএ নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদের সামনে এবং দ্বিতীয় নামাজে জানাযা গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। এরপর গহরডাঙ্গা মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.