রবিউল ইসলাম হৃদয় ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-০৩। মাদকবিক্রেতাকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০এপ্রিল) দুপুরে ময়মনসিংহ ডিবি কার্যালয় থেকে প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন-৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ আঃ রাজ্জাক (৪০), ১০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ টগর চৌধুরী (২৮), মোঃ শাহীনুল ইসলাম ফারুক (৪০)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফারুক হোসেন জানান, সোমবার ২৯এপ্রিল) নগরেরনগরের দিঘারকান্দা বাইপাসস্থ ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের অফিসের সামনে ফাঁকা জায়গার থেকে ও উপজেলার গৌরীপুর নয়াপাড়া সাব-রেজিষ্ট্রি অফিস এর সামনে থেকে মাদকসহ তিন বিক্রেতাকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। ”আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।