খন্দকার ছদরুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন নড়াইল ০২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ১১টার দিকে ভোট দেন তিনি।
ভোটদান শেষে তিনি বলেন, স্বতঃস্ফূর্তভাবে সবাই যে ভোট দিতে আসছে এটা ভালো লাগছে। বিশেষ করে এই শীতের সময় এলাকার অনেক মুরুব্বীরা সকাল ৮টায় ভোট দিতে আসছেন।
এখনো পর্যন্ত যে সংখ্যক ভোটার আসছে দেখছেন তাতে তিনি সন্তুষ্ট কিনা এ প্রশ্নে তিনি বলেন, এখন সবেমাত্র ভোট শুরু হয়েছে। অনেকে কাজ কর্ম শেষ করে ভোট কেন্দ্রে আসবেন। তবে এখনই যা দেখতে পারছি আশা রাখছি দুপুর ২টার পর ভোটারদের সংখ্যা আরো বাড়বে।
এদিকে নড়াইল ০২ আসনের ১৪৭ টা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।