ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ সাতসকালে গুলির শব্দ কেঁপে উঠল গোটা বারমুলা জেলার বিস্তওয়াড়ে সীমান্ত এলাকা। গতকাল কাল গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত গোলা ও গুলি র আওয়াজে ডুবে গেছে গোটা উপত্যকা।বারমুলা জেলার বিস্তওয়াড়ে সীমান্ত এলাকা উদয়পুর ও কাঠুয়া সীমান্ত এলাকায় সেনাবাহিনী র সদস্যদের সঙ্গে জঙ্গিগোষ্ঠী র গুলির লড়াই চলছে। এখন পর্যন্ত যা খবর তাতে এই সংঘর্ষের ঘটনায় শহীদ হয়েছেন দুই জওয়ান এবং নিহত হয়েছেন তিন জঙ্গি।
এখন পর্যন্ত গুলি র আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। গোটা এলাকা সেনাবাহিনী সদস্যরা ঘিরে রেখেছে।আহত সেনাদের হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলতি সপ্তাহে ভারতের জম্বু ও কাশ্মীরের ভোট হতে চলেছে। আগামী ১৮ অক্টোবর প্রথম দফায় ভোট শুরু হবে। এবং ২৫,ই অক্টোবর এবং ১লা সেপ্টেম্বর ভোট শেষ হবে।
গননা করা হবে আগামী ৪ সেপ্টেম্বর। এবার ভারতের জম্বু ও কাশ্মীরের নির্বাচনে অংশ নিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস ও বিজেপি এবং ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স এবং মুফতি মেহবুবা দল জি ডি পি। এছাড়াও বিভিন্ন আঞ্চলিক দল নির্বাচনে অংশ নিয়েছে। জম্বু ও কাশ্মীরের ভোটের আগে এমন ঘটনা ভাবিয়ে তুলেছে গোটা দেশের।।