কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
কিশোরগঞ্জের জেলার ভৈরবে জগন্নাথপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার ৩০মিনিটে দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু সংলগ্ন জগন্নাথপুর এলাকায় এই মর্মাতিক দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরবর্তীতে মরদেহগুলি ভৈরব হাইওয়ে থানায় রেখে পরিচয় সনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন ভৈরব হাইওয়ে পুলিশ৷
এছাড়াও ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মাধ্যমে জানা যায় , সকাল ৯টার একটু পর নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকা থেকে তিনজন নারী ও একজন পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ভৈরব অভিমূখী আসছিলো। পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু পাড়ি দিয়ে ভৈরব প্রান্তের জগন্নাথপুর এলাকায় পৌঁছলেই পিছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সেটিকে সজরে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুছড়ে গেলে চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমীন মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন৷
এই বিষয়ে ভৈরব হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়া জানান, লাশগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় সনাক্তে কাজ চলছে। স্বজনদের সন্ধান পাওয়ার পর বাকি প্রক্রিয়া চালানো হবে বলে জানান৷
দুর্ঘটনার পর দুটি কাভার্ড ভ্যানই ফেলে পালিয়ে গেছে চালকরা। পুলিশ গাড়ির নাম্বার প্লেট দেখে নাম-ঠিকানা বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানা যায়৷
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.