শাহাদাত কামাল শাকিল কুমিল্লা
কুমিল্লা বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতে পাচারকালে ৬৫১ কেজি ইলিশ মাছ উদ্ধার করে জব্দ করেছে বিজিবি ৬০ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের খারেরা বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন প্লাস্টিকের বস্তায় ৬৪১ কেজি ইলিশ মাছ উদ্ধার করে জব্দ করে।
ইলিশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খারেরা বিওপির মনোরঞ্জন সরকার। বিজিবি ৬০ ব্যাটেলিয়ন সূত্রে জানা যায়, বুধবার দুপুরে খারেরা বিওপির একটি টহল দল অভিযান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ এই অভিযান পরিচালনা করে হাবিলদার মাসুদুর রহমান, ল্যঃ নাঃ ইকবাল,সিঃ কবির ও সিঃ রায়হান সহ অন্যান্যরা। এ সময় সীমান্তবর্তী পিলার ৩০৬৭/এম থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ প্লাস্টিক বস্তায় থাকা ৬৪১ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।
অভিযানের সময় জড়িত কোনো ব্যক্তি না পাওয়ায় ইলিশ মাছ পঁচে যাওয়ার আশঙ্কায় কাস্টমসের মাধ্যমে নিলাম করা হয়। দাম দেখানো হয় ১০ লক্ষ ২৫ হাজার ৬শত টাকা।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.