কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ দুপুরে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী তার পুরাতন কেন্দ্র পশ্চিম বাংলার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন দাখিল করেন। তার সাথে ছিলেন পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও সাবেক পশ্চিম বাংলার মন্ত্রী এবং সাবেক বিধায়ক মনোজ চক্রবর্তী সহ পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা। এদিন দুপুরে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীদের নিয়ে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান। এবং মুর্শিদাবাদ জেলার ডি এম কাছে তিনি তার মনোনয়ন পত্র জমা দেন। এর কিছুক্ষণ আগে তৃনমূল দলের পক্ষ থেকে এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র দাখিল করেন ক্রিকেট তারকা ইরফান পাঠান। সেই সময় আচমকা ঠেলাঠেলি করে ডি এম এর ঘরে প্রবেশ করে তৃনমূল দলের নেতা ও কর্মীরা।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। কারণ ডি এম অফিসের সামনে ১৪৪ধারা, জারি ছিল। তাহলে প্রচুর পরিমাণে পুলিশ থাকা সত্ত্বেও কেমন করে তৃনমূল দলের নেতা ও কর্মীরা অফিসের মধ্যে প্রবেশ করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতা ও কর্মীরা। তবে এই কেন্দ্র থেকে এবার কে জিতেছে তা লাখ টাকার প্রশ্ন। কারণ তিন তিন বারের এম পি ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা কি করে পাশ করবে তাবড় বিজেপি ও তৃনমূল দলের প্রার্থী ইরফান পাঠান কে টপকে তা নিয়ে পশ্চিম বাংলার রাজ্যে রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। এবং মানুষের মত কিছুটা হলেও ভূমি পুত্র অধীর চৌধুরী উপর তা বলার অপেক্ষা করে না।।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.