মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি
আজ সকাল ৯ টায় বোদা পাথরাজ সরকারি কলেজে ১৮৫৫ জন মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরনের কার্যক্রম এর উদ্বোধন করেন বোদা পৌর বিএনপি’র সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময।
উক্ত সময় পৌর বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টিসিবির পণ্য বিতরণের কার্যক্রম সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিতরণ চলবে। টিসিবি পণ্যের নির্ধারিত মূল্য ৪৭০ টাকা।প্রতিজন টিসিবি কাট ধারী মানুষ ২ কেজি ডাল দুই লিটার সয়াবিন তেল ও পাঁচ কেজি চাল পাবে। টিসিবি পণ্যের ডিলার মোছা গুলশান আরা পাপরী গণমাধ্যম কর্মীদের জানান নিয়ম অনুযায়ী টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। কলেজপাড়ার বাসিন্দা সফিজুল ও তাহের জানান সুন্দর সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। দুপুরের পরে টিসিবি কাটধারি মানুষদের দীর্ঘ লাইন দেখা যায়।