মোঃফয়সাল হোসেন কয়রা প্রতিনিধিঃ
কয়রায় বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কয়রা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ১৬ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে চারটায় উপজেলা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফ বিল্লাহ সবুজ।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এম এ হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আকবর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. রবিউল ইসলাম, সাবেক সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, বিএনপি নেতা মোল্লা ইয়াকুব আলী, মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা আনারুল ইসলাম ডাবলু, মো. আসাদুল ইসলাম, মিঠু ঢালি, আজিজুল মোল্লা,আনোয়ারুল ইসলাম সানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মাহমুদ হাসান, মো. মাসুদ, আশিকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মো. মইনুল ইসলাম সানা।