1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

বীর মুক্তিযোদ্ধা তমজিদ উদ্দীন ভূঞার ২২তম মৃত্যুবার্ষিকী কাল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সাইফুল আলম দুলাল (নেত্রকোণা) প্রতিনিধি

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার অন্যতম বীর মুক্তিযোদ্ধা ও বহুবিধ গুণে গুণান্বিত প্রয়াত তমজিদ উদ্দীন ভূঞা’র ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বাদ জুম্মা পারিবারিক আয়োজনে উপজেলার মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে নিজ বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মরহুম তমজিদ উদ্দীন ভূঞা’র জন্ম ১৯৪৬ সালে, মৃত্যু ৪ মে ২০০২ খ্রিস্টাব্দ । ছাপ্পান্ন বছরের ক্ষীণায়ু জীবনে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে ছিলো তাঁর অবাধ বিচরণ । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে ক্যারিয়ারের বৃহদাংশ ব্যয় করেন আওয়ামী রাজনীতি ও সাধারণ মানুষের হিত-কল্যাণে ।

১৯৭০ সালে তিনি উপজেলা ছাত্রলীগের প্রতিষ্টাতা সভাপতি হোন ও ছাত্রলীগকে মুক্তিযুদ্ধের ভাবাদর্শে গড়ে তোলেন অক্লান্ত পরিশ্রমে । স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ও তৎপরবর্তী সময়ে উপজেলা মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সর্বজন শ্রদ্ধেয় তমজিদ উদ্দীন ভূঞা । এছাড়াও এই বীর মুক্তিযোদ্ধা ৭নং মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও সম্মানিত সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

‘কীর্তিমানের মৃত্যু নেই’ সময়ের এই সূর্য সন্তান ও প্রয়াত তমজিদ উদ্দীন ভূঞা’র স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর মেয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপি বলেন, জন্মের পর বাবাকে দেখেছি একজন সমাজ সেবক, পুরো দস্তর রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী হিসেবে । আমি বাবার আদর্শকে বুকে লালন করেই এগিয়ে যাচ্ছি সুন্দর আগামীর পথে ।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব যিনি কিনা প্রয়াত তমজিদ উদ্দীন ভূঞাকে তৎকালীন ছাত্রলীগ ও যুবলীগ লীগের আইকন মনে করেন । আজকে আওয়ামী লীগের রাজনীতিতে যাঁরা স্বমহিমায় অধিষ্ঠিত তাদের অধিকাংশই তাঁর হাতে গড়া । যেমনঃ এডভোকেট আব্দুল কাদির ভূঁঞা, আসাদুল হক ভূঞা, কামরুল হাসান ভূঁঞা । এমনকি বিএনপি’র (তৎকালীন ছাত্রলীগ নেতা) দেলোয়ার হোসেন ভূঁইয়া (দুলাল) সবাই তাঁর দীক্ষা গ্রহণ করেন । হাদিস উদ্দিন চৌধুরী ও ডাঃ সৈয়দ আব্দুল খালেকের পর আওয়ামী রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঁঞা তমজিদ উদ্দীন ভূঞার স্মৃতিচারণ করে বলেন, প্রয়াত তমজিদ উদ্দীন ভূঞা উপজেলা ছাত্রলীগ থেকে শুরু করে জেলা আওয়ামী লীগে সুদৃঢ় নেতৃত্ব দিয়েছিলেন । তাঁর সম্মানে কেন্দুয়ায় একটি রাস্তার নামকরণ করা হয়েছে । আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park