ডেক্স নিউজ
বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সার্জেন্ট মোন্তাজ মোল্লা (মৃত)-বাংলাদেশ সেনাবাহিনী।
তিনি চাকুরীতে যোগদান করেন ০৩-০৭-১৯৭২ সালে এবং অবসর গ্রহন করেন ১৩ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে ১৬-১১-১৯৯০ সালে। গ্রাম : দৌলতপুর, পোস্ট :আমবাড়ী দোলতপুর, থানা: চিরিরবন্দর ,জেলা: দিনাজপুর।।
ক্যারিয়ার শুরু ১৯৭৫ সাল থেকে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় ছিলেন। চার বার সাফ গেমস, একবার এশিয় ক্রীড়ায় এবং একবার এশিয়াডে অ্যাথলেটিক্স ইভেন্টে অংশ গ্রহণ করেছিলেন।
দিনাজপুর জেলার তিনিই প্রথম বার নবম এশিয়াডে অংশগ্রহণ করেছেন এবং ৬ষ্ঠ হয়েছিলেন এবং দ্বিতীয় বার ১৮ তম এশিয়াডে অংশগ্রহন করেছেন ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জয়ী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আরেক এ্যাথলেট আবু তালেব, ৭ম হয়েছিল।
হ্যামার থ্রো,শটফুট ও চাকতি নিক্ষেপ ইভেন্ট ছিলো তার প্রিয় ইভেন্ট এবং এসব ইভেন্টের খেলোয়াড় ছিলেন। বলিষ্ঠ ও সুঠাম দেহের অধিকারী মোন্তাজ মোল্লা সেনাবাহিনীর হয়ে প্রতিনিয়ত তার প্রিয় ইভেন্ট হ্যামার থ্রো তে শেষ্ঠ নৈপুণ্য দেখিয়ে স্বর্ণপদক অর্জন করতো।
৫২.৬৮ মিটার দুরত্ব অতিক্রম করে প্রথম হয়ে সেনাবাহিনীর ৮ বছরের রেকর্ড ছিলো এটি। ৪৮.৫০ মিটার দুরত্ব অতিক্রম করেও ৭-৮ বার প্রথম হয়েছিল।সেনাবাহিনী তথা দেশের অনেক কৃতি এ্যাথলেট তাদের মাঝে সার্জেন্ট মোন্তাজ মোল্লা একজন। দীর্ঘ সময় যাবৎ তিনি জাতীয় এ্যাথলেটিকস এ অংশগ্রহণ করেছেন এবং সেই সাথে অনেক সাফল্যের পরিচয় দিয়েছেন।
১৯৭৫ সাল থেকে শুরু করে তার ক্যরিয়ারে প্রতিটি জাতীয় প্রতিযোগিতায় পদক পেয়েছেন। ১৯৭৫ এবং ১৯৭৬ সালে দ্বিতীয় হয়েছেন। এরপর প্রতিটি প্রতিযোগিতায় প্রথম হয়ে অনেক কৃতিত্ব অর্জন করেছেন।।
COOL-BSPA Sports Award ১৯৮২ সালে বর্ষসেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন।
চিরিরবন্দর উপজেলার রত্ন এবং চিরিরবন্দর উপজেলার ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয়ী গুনী মৃত মোন্তাজ মোল্লা আমাদের তরুন প্রজন্মের উৎসাহ এবং অনুপ্রেরণার উৎস। চিরিরবন্দর উপজেলার এই কিংবদন্তি খেলোয়াড় ১৫-০৬-২০২২ তারিখে পরলোকগমন করেন।
চিরিরবন্দরের খেলোয়াড় গ্রুপের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মৃত মোন্তাজ মোল্লার জন্য বিনম্র শ্রদ্ধা ও রুহের মাগফেরাত এবং পরপারের জন্য দোওয়া রইলো। চিরিরবন্দর উপজেলার সবাই বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ মোল্লার রুহের মাগফেরাতের জন্য দোওয়া করবেন, আমিন।।
লেখক মোঃ আবু তালেব
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.