মোঃ জিহাদুল ইসলাম বিশেষ প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে থানার বাঐসোনা ইউনিয়নে শিশু ও নারীসহ সকলের বিনোদোনের উৎস হয়ে উঠেছে নির্মানাধীন বাঐসোনা রিসোর্ট এন্ড মিনি পার্ক। কালিয়া-চাপাইল মহাসড়ক সংলগ্ন বাঐসোনা গ্রামে চলমান রয়েছে এ পর্কের কাজ। ২৬ ফেব্রুয়ারী (সোমবার) সরেজমিনে গেলে বাঐসোনা রিসোর্ট এন্ড মিনি পার্কের স্বত্তাধিকারী মোঃ রুবেল হাসান মোল্যা জানান প্রাথমিকভাবে ৩ একর জমির ওপর রিসোর্ট এন্ড মিনি পার্কের কাজ শুরু করেছেন, খুব শিঘ্রই দৃষ্টিনন্দন পিকনিক স্পটসহ পূর্ণ বিনোদনের জন্য যা যা করণীয় করবেন তিনি। ইতোমধ্যে দর্শনার্থীদের আকৃষ্ট করতে ফুল ফলে আবৃত নির্মানাধীন পার্কে বিভিন্ন পশু পাখীর প্রতিকৃতিসহ শিশুদের বিনোদোনের রয়েছে নাগর দোলা ও অন্যান্য ব্যবস্থা।
অজপাড়া গায়ে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থাণীয় সাবেক ইউপি সদস্য গৌর ব্যপারীসহ অনেকে বলেন, পার্কের এ জায়গাটি পূর্বে ফাঁকা ছিল। সে সময় পার্শ্ববর্তী যোগানীয়া হাট থেকে ফেরা ব্যবসায়ীরা ছিনতাইসহ নানা অনৈতিক পরিস্থিতির শিকার হতো। এখন জায়গাটিতে পার্ক নির্মান হওয়ায় লোকসমাগম থাকে বিধায় ওই সমস্যাটি দুর হয়েছে বলে ব্যবসায়ীরা বেশ খুশী। এছাড়া নিভৃত পল্লীতে এমন একটি বিনোদোন পার্ক তৈরী হওয়ায় এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, আমাদের এলাকায় কোমল মতি শিশুদের চিত্ত বিনোদনের জন্য কোন ব্যবস্থা না থাকায় অনেক দুর দুরান্তে যেতে হতো। এখন বাঐসোনা রিসোর্ট এন্ড মিনি পার্কটি এখানে হওয়ায় অতি সহজে শিশুদের বিনোদনের চাহিদা পুরন করতে পারছি। গ্রাম্য প্রকৃতির এ নির্মল পরিবেশে পার্কটি হওয়ায় আমরাও বেশ আনন্দিত। এ সময় সকলকে স্বপরিবারে ঘুরতে আসার আমন্ত্রন জানান তারা।
পার্কের ব্যবস্থাপক সেলিম চৌধুরী জানান, ৩ একর জমির ওপর তারা বাঐসোনা রিসোর্ট এন্ড মিনি পার্কের কাজ শুরু করেছেন। কাজ চলাকালীন প্রাথমিকভাবে বিনা টিকিটেই সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিদিনই আশেপাশের বিভিন্ন এলাকার বিনোদন পিপাসী দর্শনার্থীরা এখানে ছুটে আসেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.