মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা সদরের ঐতিহ্যবাহী বড় বাজারের কাপড় পট্টি এলাকার মরহুম রবিউল আলম সিকদার এর ছেলে এস,এম আনিক বাবার মৃত্যু পরে চাচাদের দৌরাত্ম্যে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হলেও বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে, প্রতিবছরের ন্যায় দোকান ভাড়াটিয়াদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
জানা যায়, কাপড় পট্টির কাশেম শিকদারের বড় ছেলে রবিউল শিকদার, তিনি বিদ্যুৎ বিভাগে চাকুরি করতেন। তারই ঔরসজাত সন্তান এই অনিক/ শুভ। বাবার মৃত্যুর পর পৈতৃক সূত্রে পাওয়া হাজী সুপার প্লাজা ও ঐতিহ্যবাহী আঁখি গার্মেন্টসে থেকে পাওয়া বড় রকমের এক ভাগ টাকা দেওয়া বন্ধ করে দেয় চাচারা। তারপরেও অনিক /শুভ পিতার ঐতিহ্য ধারে রাখার জন্য মার্কেটের সকল দোকানদারদের বিশেষ কোনো দিনে উপহার দিয়ে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেন।
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কাপড় পট্টির রবিউল শিকদার ও তার পরিবারের বর্তমান পরিস্থিতি জন্য কে? বা কারা? দায়ী তা নিয়ে আসছে ক্রাইম নিউজ এ অনুসন্ধানমূলক বিশেষ প্রতিবেদন। এ ব্যাপারে এলাকাবাসীর নজরদারি প্রয়োজন