1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় কাঠ বোঝাই অবৈধ লাটা উল্টে পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম।

বিজয় দিবস উদযাপন এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

১৭ ডিসেম্বর রবিবার বিকাল ০৪:০৫ ঘটিকায় খুলনা থানাধীন কাম ফর আন প্রিভিলিজড চাইল্ড (সিইউসি), খুলনার আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন ও বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে পুলিশ কমিশনার সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সময় দেন ও খোঁজ খবর নেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সাইবার ক্রাইম ও মাদক বর্তমান সমাজের মারাত্মক ব্যাধি। এই ব্যাধি দূর করতে আমাদের সকলকে একযোগে কাজ করে যেতে হবে, তা না হলে আমাদের আগামী প্রজন্ম ধ্বংসের মুখে পতিত হবে। কিশোর এবং যুব সমাজ যেন মাদকের দিকে ধাবিত না হয় সেজন্য তিনি ছাত্রছাত্রীদের খেলাধুলার পাশাপাশি বিখ্যাত মনীষী ও কবি সাহিত্যিকদের লেখা বই, উপন্যাস পড়ার জন্য উৎসাহ প্রদান করেন। দেশ এবং দেশের বাইরের কি ঘটছে এসব সম্পর্কে ধারণা রাখার এবং সাধারণ জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি বলেন ইভটিজিং রোধে ইতোমধ্যেই আমরা খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি যাতে কোন বাখাটে স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্যক্ত করতে না পারে। আমাদের ছেলে মেয়েরা যেন মোবাইলে গেমস ও পর্ণগ্রাফিতে আসক্ত হয়ে না পড়ে সেদিকে অভিভাবক ও শিক্ষকদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আগামী প্রজন্মকে আমরা যদি সঠিক গাইড লাইনে রাখতে পারি তাহলে আগামীর র্স্মাট বাংলাদেশ গড়া সহজতর হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

আজ বিকালে নার্গিস মেমোরিয়াল হসপিটাল, খুলনায় সমাজের সুবিধাবঞ্চীত শিশুদের জন্য পরিচালিত সিইউসি স্কুল কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদ্যাপন ২০২৩ ও স্কুলের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে গাজী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল,খুলনার এমডি ডা: গাজী মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় খুলনা সিইউসি’র সভাপতি মোঃ শাহিন হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উক্ত মহান বিজয় দিবস উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেএমপি’র সহকারি পুলিশ কমিশনার (খালিশপুর জোন) গোপীনাথ কানজিলাল; সি.ইউ.সি খুলনার প্রধান উপদেষ্টা ডা: কাজী আরিফ উদ্দিন আহমেদ; প্রিন্সিপ্যাল ইলাক্স, খুলনা ও সি.ই.উসির উপদেষ্টা ডা. এম.এ কাইউম; শ্যুটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো: ইফতেখার আলী বাবু; কেডিএ, খুলনার প্রধান প্রকৌশলী ইঞ্জি: কাজী মোঃ সাবিরুল আলম; সিইউসি, খুলনার সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী এবং ব্রাইট সিফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেহেদী হাসান-সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park