1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

বিএনপি ক্ষমতায় আসলে বীর মুক্তিযোদ্ধাদের যথা উপযুক্ত সম্মান প্রদর্শন করা হবে।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

কেন্দ্রিয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সমতা মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিশ্রুতি বদ্ধ। তিনি বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস কে খন্ডিত করা হয়েছে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মুখে আনতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বীর মুক্তিযোদ্ধাদের যথা উপযুক্ত সম্মান প্রদর্শন করা হবে। মুক্তিযোদ্ধাদের ভিতরে কোন বৈষম্য থাকবে না। তিনি বলেন, পরাজিত মাফিয়া, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা জনসমর্থন হারিয়েছে, যারা দেশ চালাতে ব্যর্থ হয়েছে এবং এখন যারা দেশ বিরোধী চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন বিএনপি জনগণের দল, জনগণকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করে না। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে সকলকে বিএনপি’র পতাকা তলে সমবেত হয়ে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তিনি, বীর মুক্তিযোদ্ধা সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

আজিজুল বারী হেলাল গত ১৯ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হেলালের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান ও যুগ্ম আহবায়ক শেখ আজিজুর রহমান আজিবারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু,জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন,জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এবাদুল হক রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোল্লা মাহবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার,শরীফ নাইমুল হক, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, মোঃ মিল্টন মুন্সি,লস্কর আবুল কালাম আজাদ, মোঃ রবিউল ইসলাম লাখু,মোঃ আবুল হোসেন বাবু, মোঃ লাজুক শেখ,এস কে নাসির আহমেদ । অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির, যুবনেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহাগ মুন্সী, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম আহমেদ রমিজ, ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগর।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park