খুলনা খালিশপুর ৯ নং ওয়ার্ড বাস্তহারা মুক্তিযোদ্ধা কলোনি হাউজিং এর সম্পত্তি দাবি করে আগামি ১১ও ১২ডিসেম্বর উচ্ছেদ অভিযান চালাবে বলে ৮ ডিসেম্বর মাইকিং করে।
উক্ত কলোনিতে অবস্থান রত সকলকে তাদের সরঞ্জাম সহ অবস্থান ত্যাগ করার জন্য মাইকিং করে এলাকাবাসি ও মুক্তযোদ্ধা কলেনিতে বসবাসরত জনগন ক্ষোভ প্রকাশ করে তারা বলেন আমাদের দেশের সরকার রোহিঙ্গাদের যদি থাকার ব্যবস্থা করতে পারে তাহলে আমাদের কেন থাকার জায়গা হবে না।
এ বিষয়ে আজ ০৯ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় খুলনা জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে মানববন্ধন এবং জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করবে বলে জানান। তারা আরে জানান, বয়রা হাউজিং স্টেট কলোনি, বাস্তুহারা (মুক্তিযোদ্ধা) কলোনিতে আমরা যারা থাকি, সবাই অত্যন্ত দরিদ্র, শ্রমজীবী। খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করি। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে সরকারের দেওয়া ৪৫০ বর্গফুট জায়গায় পিতা–মাতা, সন্তান নিয়ে বসবাস করি। অনক শ্রমের কষ্টের টাকা ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কেউ পাকা, কেউ আধা পাকা ও টিনশেড ঘর বানিয়ে পরিবার নিয়ে থাকছি। কিন্তু এত বছরেও এই জায়গা স্থায়ীভাবে আমাদের নামে বরাদ্দ হয়নি।
তাই আমরা ৪৫০ বর্গফুট জায়গার স্থায়ী বরাদ্দ চাই।বাস্তুহারা কলোনির কয়েক হাজার বাসিন্দার একই দাবি। ছিন্নমূল মানুষের এই আবাসস্থল প্রায় ৫০ বছর পরও স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তাঁদের দাবি, নামমাত্র মূল্যে বা প্রতীকী মূল্যে তাঁদের প্লটগুলোর স্থায়ী নিবন্ধন দেওয়া হোক।