1. admin@naragatirsangbad.com : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের কাশিয়ানীর-মহসড়কে দূর্ঘটনায় নিহত -১ নড়াইল ডিবির অভিযানে ১শত বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। জমকালো আয়োজনে ডাঃ আব্দর রশিদ -ফাতেমা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্ভোধন রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে ও কামারহাটি পৌরসভার পরিচালনায়, ১২৫ তম স্বয়ংসিদ্ধা মেলা ২০২৫ এর শুভ সূচনা হলো। হুগলি হলদি নদীর মোহনায় , মৎস্যজীবীদের জালে ধরা পড়লো ২০০ কেজি ওজনের সংকর মাছ। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ,ড্রোনের সাহায্যে, আলু খেতে ঔষধ প্রয়োগ শুরু হলো। গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। আহত অন্ততঃ ২৫ নড়াইলে চাপাইল মূলশ্রী চরমধুপুর শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল। ইসফা খায়রুল হক শিমুলের পক্ষ থেকে কম্বল বিতরন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিতি। যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদকদ্রব্য পরিবহন; ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান। 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তের মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে আরকান আর্মির মধ্যে গোলাগুলি।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সীমান্তে চলছে গোলাগুলি, আতঙ্কে বাড়িঘর ছাড়ছেন বাসিন্দারা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তের মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে আরকান আর্মির মধ্যে গোলাগুলিতে এক বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ প্রবিন্দ্র ধর ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড তুমব্রু হিন্দুপাড়ার বাসিন্দা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দীন। জানানা, তাদের চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে ভোরে তুমব্রু কোনার পাড়ায় বসতঘরে পড়ে মর্টারশেল।

এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। এমন পরিস্থিতে সকালে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪ সদস্য তুমব্রু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে মিয়ানমারের ভেতরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘাত চলছে। এতে ব্যবহার করা হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলাবারুদ ও বিস্ফোরক। এসব গোলাবারুদ আর বিস্ফোরকের বিকট শব্দে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে সীমান্তে এমন পরিস্থিতিতে অনেকেই আত্মীয়-স্বজনদের বাড়িতে চলে যাচ্ছেন।

ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলম বলেন, আমার ওয়ার্ডের কিছু মানুষ পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নিচ্ছেন। ভোর থেকে ভারী অস্ত্রের বিকট শব্দ শুনা যাচ্ছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, এখানকার পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক আছে। সীমান্ত এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। বিজিবি ও আমরা তৎপর আছি। আতঙ্কিত হয়ে এলাকা ছাড়ার খবর তেমন নেই।

এদিকে উত্তেজনা বৃদ্ধির কারণে সীমান্তের ১০০ গজ দূরত্বে থাকা মিশকাতুন নবী দাখিল মাদরাসা বন্ধ করে দেওয়ার কথা জানান বান্দরবান জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

এদিকে বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। নিরাপত্তা চৌকিগুলোতে সদস্য সংখ্যা বাড়িয়ে টহল বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park