হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় গাছের ডাল কাটতে উঠে বিদ্যুতায়িত হয়ে সাকাওয়াত আকন (৪৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
সোমবার (২ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে এঘটনা ঘটে। নিহত সাকাওয়াত আকন একই গ্রামের মৃতঃ গণি আকনের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার ওসি মোঃ শহিদুল্লাহ।
স্বজনরা জানান,এদিন সকাল ৭ টায় সাকাওয়াত পার্শ্ববর্তী মোতালেব তালুকদারের বাড়ির একটি গাছের ডাল কাটতে যান এসময় গাছের পাশে থাকা বৈদ্যতিক তারের সংস্পর্শে গাছ থেকে ছিটকে পরেন সাকাওয়াত। কিছুক্ষণ পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ মজুমদার বলেন, হাসপাতালে আনার আগেই সাকাওয়াতের মৃত্যু হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল্লাহ জানান, এব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ দাখিল করেনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.