হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের রামপালে পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে স্টেক হোল্ডারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের সহায়তায় কিশোরীদের বাল্য বিয়ে, তাদের বয়ঃসন্ধিকালে বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. শামসুদ্দিন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, বাগেরহাটের এডি(সিসি) ডাক্তার বি,এম দীন মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, পরিবার পরিকল্পনা পরিদর্শক গাজী জোবায়েদ হোসেন, অমিত পাল প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় অংশীজনেরা কৈশোরকালীন স্বাস্থ্যের উপরে জোর দেন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধানগণের মাধ্যমে তাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে উক্ত কর্মশালার শিখন প্রচার ও প্রসারে উৎসাহিত করেন। এ সময় সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৩৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.