হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ইয়াবা ট্যাবলেটসহ পবিত্র সাহা (৩২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার কাঠালিডাঙ্গা এলাকার শক্তিপদ সাহার ছেলে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানার ওসি এস এম আলমগীর কবীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ,বলেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ মাদক কারবারি পবিত্র সাহাকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। তার বিরুদ্ধে থানায় এর আগে ও একটি মাদক মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.