খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসষ্টান্ড এলাকায় ঘোরাফেরা করা একটি বাকপ্রতিবন্ধী কিশোর তার মা-বাবার কাছে ফিরে যেতে চায়। তার আনুমানিক বয়স ১৬/১৭ বছর হবে। সে তার নাম-পরিচয় জানাতে পারেনি।
গত এক মাস আগে ছেলেটিকে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসষ্টান্ড এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। পরে চুকনগর বাজারের আজিজুর রহমান নামের এক ফল ব্যাবসায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে এই বাকপ্রতিবন্ধী ছেলেটির পরিবারের সন্ধান চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এছাড়াও সে স্থানীয় গণমাধ্যম কর্মিদেরকে অবহিত করেন।বাকপ্রতিবন্ধী ছেলেটি ইশারা ইঙ্গিতে বুঝাতে চাইলেও মুখে স্পষ্ট কিছু বলতে পারছে না।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ব্যাবসায়ী আজিজুর রহমান সরদার জানান গত এক মাস ধরে বাকপ্রতিবন্ধী এই ছেলেটিকে সেবা যত্ন করে আসছি।সে বর্তমানে আমার কাছে আছে,সে সারাদিন হেসেখেলে ভালোই থাকে, রাত হলেই বাবা মায়ের কথা মনে পড়লে অঝোরে ডুকরে ডুকরে কাঁদতে থাকে। কোন ক্রমেই তাকে থামানো যাচ্ছে না এ ক্রদন।
ছেলেটি তার মা-বাবার কাছে ফিরে যেতে চায়। তাছাড়াও বাকপ্রতিবন্ধী ছেলেটির পরিচয় নিশ্চিত করতে সকলে সহযোগিতা কামনা করছি। যদি কোনো ব্যক্তি এই বাক প্রতিবন্ধী ছেলেটিকে চিনে থাকেন। তাহলে চুকনগর বাজারের ফল ব্যাবসায়ী আজিজুর রহমান সরদারের নিম্ন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.