শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন ৭বছর পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ করছে। দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৮ম বর্ষে পদার্পণ শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) পক্ষ থেকে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পরিবার।
সোমবার (১৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ব্যুরো প্রধান কামরুজ্জামান রনির হাতে ফুলের শুভেচ্ছা তুলেদেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) সভাপতি সোহাগ আরেফিন। এসময় আরো উপস্থিত ছিলেন (সিআরএ) সংগঠনের সহ-সভাপতি সহ-সভাপতি রাজু আহমেদ, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ,সদস্য নজিব চৌধুরী, সাফায়েত মোরশেদ প্রমূখ।
এ সময় অনুষ্ঠানে (সিআরএ) সভাপতি সোহাগ আরেফিন জানান,বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে গণ মানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিন পাঠকের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।সমাজের বঞ্চিতদের কথা তুলে ধরতে এবং দেশের উন্নয়ন চিত্র তিলে ধরতে পত্রিকাটি যথেষ্ট ভূমিকা পালন করবে। এর আগে দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা
সম্পাদক আয়ান শর্মা,বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী,সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।